উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

শিক্ষার্থীদের চিন্তা ও মননে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার প্রত্যয়ে হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরখানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মু. নুরুল আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ কাজেম আলী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান শাহেদুল আলম, রুবেল দাশ, শিক্ষানুরাগী সদস্য মুজিবুর দৌলা চৌধুরী দৌলত, সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা আক্তার ও অভিভাবক সদস্য মোহাম্মদ ফারুক৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও তার অসামান্য অবদান মুছে ফেলার হীন চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়৷ বিশেষ করে নতুন প্রজন্মকে বিকৃত ইতিহাসের অন্ধকার গলি পথে হাঁটানো হয়েছে৷ তাই ভবিষ্যতে যাতে নতুন প্রজন্মকে ভুল ও বিকৃত ইতিহাস শেখাতে না পারে সে লক্ষ্যে স্থাপিত এ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷

সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক ও শিক্ষক রহমত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা শহীদ চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, আব্দুর রহিম, মো. নঈম উদ্দীন, ছাত্রনেতা মো. এরশাদ, মো. জাহাঙ্গীর, মো. আইয়ুব, মো. আজম মনির, মো. ওসমান, এম.এ মনছুর, মো. ফারুক,মো. লোকমান, মো. আলমগীর সওদাগর প্রমুখ৷

উদ্বোধনের সময় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আব্দুল ছবুর।

মন্তব্য নেওয়া বন্ধ।