উপকূলে জেলা প্রশাসনের অভিযান—বোট আটক, জাটকা জব্দ ও জরিমানা

সমুদ্রের মৎস্য সম্পদ সমৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে বঙ্গোপসাগরের আকমল আলী ঘাট, দক্ষিণ কাট্টলী ঘাট এবং গহীরা অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকে পরিচালিত মোবাইল কোর্টে বাংলাদেশ নেভী, বাংলাদেশ কোস্টগার্ড ও জেলা মৎস্য দপ্তর সহযোগিতা করে।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে দুইটি বোট জব্দ করা হয় এবং একটি বোটে আনুমানিক চল্লিশ কেজি জাটকা আটক করা হয়। বোটের মালিকসহ ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি বোট জব্দ করা হয়।

বোট থেকে বিশটি বেহুন্দি জাল ও তিনটি টং জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনার সময় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জোবায়দুল কবীর, জেলা মৎস্য জরীপ কর্মকর্তা মাহবুবুর রহমান, বাংলাদেশ নেভী এবং বাংলাদেশ কোস্টগার্ড’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।