এস আলমের বাসের বেপরোয়া গতি কেড়ে নিলো স্কুল শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে এস আলম পরিবহনের বাসের ধাক্কায় মো. নোমান ইসলাম (১৭) নামে দশম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারী) রাত ৮টার দিকে বড়উঠান ইউনিয়নের দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় গেটে এ ঘটনা ঘটে।
নিহত নোমান বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ফাজিলখার হাট আবদুর রউফ কন্ট্রাক্টর বাড়ির মৃত মোহাম্মদ ইলিয়াছের পুত্র এবং দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান।

তিনি জানান, কেইপিজেডের সড়ক পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলো নোমান। এসময় দ্রুতগামী এস আলম বাসটি উল্টোপথে এসে ধাক্কা দেয় তাকে। বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সে। স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের চালক ও হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
এসময় স্থানীয়দের সাথে বাসের চালক ও হেলাপারের মধ্যে সৃষ্টি উত্তেজনা আমরা নিয়ন্ত্রণে আনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর দিকে যাওয়া দ্রুতগতির এস আলম (চট্ট মেট্রো-ব ১১-১৫৮৬) বাসটি স্কুলছাত্র নোমাকে ধাক্কায় দিয়ে পালিয়ে যাওয়ার সময় চাতরী চৌমুহনী বাজারের গিয়ে আটক করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এঘটনায় চালক এবং বাসটি আটক করেছে পুলিশ। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।