এ ইউনিট দিয়ে চবির ভর্তি পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হলো। মঙ্গলবার (১৬ মে) ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ মে) বুধবার (১৬ মে) প্রতিদিন দুই শিফট করে মোট চার শিফটে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

প্রথম ৩ শিফটে ১৮ হাজার ৬৬৫ জন করে ও শেষ শিফটে ১৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। ৪ শিফট মিলিয়ে মোট পরীক্ষার্থী ৭৪ হাজার ৬৫৯ জন।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে চবি কর্তৃপক্ষ। তবে প্রথম দিন ট্রেন দেরী করায় ১১টার পরিবর্তে ১১.১৫টায় পরীক্ষা শুরু হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম শিকদার বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শাটল ট্রেনের নতুন শিডিউল দিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যও যাবতীয় পদক্ষেপ নেয়া হয়েছে৷ এছাড়া ভর্তি পরীক্ষা চলাকালীন একাডেমিক ক্লাস পরীক্ষাও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।

আরও পড়ুন:
মঙ্গলবার শুরু চবির ভর্তিযুদ্ধ, চলবে ৯ জোড়া শাটল—নিরাপত্তা জোরদার

মন্তব্য নেওয়া বন্ধ।