ওসি চান্দগাঁও মঈনুরসহ পুলিশের এএসপি হলেন ২৫ পরিদর্শক

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমানসহ পুলিশের ২৫ জন পরিদর্শক সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত কর্মকর্তাগণকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যাস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।’

পদোন্নতি প্রাপ্ত পুলিশের অপর পরিদর্শকগণ হলেন আব্দুর রাজ্জাক মোল্লা, সরওয়ার হোসেন, সুব্রত ব্যানার্জি, আবুল বাসার, রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, রবিউল হাসান সরকার, শামসুল আলম খান, রবিউল হোসেন, রাশেদুল ইসলাম বিশ্বাস, ওহিদুজ্জামান মোল্লা, দাদন ফকির, মনিরুজ্জামান, শাহজাহান আলী, গোলাম মোর্শেদ তালুকদার, মতিয়ার রহমান মিঞা, অংশু কুমার দেব, এসএম মাহবুবুল আলম, মামুন আল রশিদ, গণেশ গোপাল বিশ্বাস, জলিল আহামেদ, জোবাইরুল হক, গোলাম মোহাম্মদ ও মতিউর রহমান।

কুমিল্লা চৌদ্দগ্রামের সন্তান মঈনুর রহমান ৯২ ব্যাচের আউটসাইড ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন। ট্রেনিংয়ে বেস্ট ক্যাডার হিসেবে রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন করেন। চাকুরি জীবনে মঈনুর রহমান ৩ বার পুলিশের আইজি ব্যাজ অর্জন করেন। মিশনে দুইবার শান্তি রক্ষায় বেস্ট ব্যাজ অর্জন করেন।
মো. মঈনুর রহমান সিএমপিতে চান্দগাঁও থানায় দায়িত্ব পাওয়ার আগে ছিলেন গোয়েন্দা বিভাগ ও পাহাড়তলী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।