কক্সবাজারে ৪ কিশোর ছিনতাইকারী গ্রেপ্তার

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে চারজন কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দু’টি টিপ ছুরি উদ্ধার করা হয়।

রোববার (১৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। এরআগে শনিবার গভীররাতে ছিনতাইকারী ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— উখিয়া ইনানীর পাটুয়ারটেক এলাকার মো. হোসেনের ছেলে জুয়েল (১৯), শহরের ঘোনার পাড়া এলাকার ইয়াসিনের ছেলে মো. জসিম (১৬), সমিতি পাড়া এলাকার সোনা মিয়ার ছেয়ে মো. সোহেল (১৬) ও রামু কলঘর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আমজাদ ওরফে সম্রাট (১৬)।

আনোয়ার হোসেন বলেন, তারা দলবদ্ধ হয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছে গভীর রাতে। বিষয়টি সন্দেহ হলে উপস্থিত লোকজনের সামনে তাদের তল্লাশি করে চারটি ছুরি জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলে স্বীকার করেছে তারা।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।