কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজারের উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবাসহ লালু বাহিনীর প্রধান লালু ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার। তিনি বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন, ওসমান গনি লালু (২৫), মোঃ আলি হোসেন আলী(২৮) এবং মুফিজ উদ্দিন (১৭)। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ কোটি ১৮ লক্ষ টাকা।

র‍্যাব জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবজার এবং চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।