কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ৬০ জনের প্রাণহানি

আফ্রিকার দেশ দক্ষিণ-পূর্ব গণতান্ত্রিক কঙ্গোতে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

রোববার (১৩ মার্চ) স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, দুর্ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী-শিশুও রয়েছে। আহত আরও ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

দূর্ঘটনার সময় মালবাহী ট্রেনের ১৫টি ওয়াগনের মধ্যে ১২টিই খালি ছিল। ট্রেনটি লুয়েন থেকে টেনকে শহরের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বুয়োফওয়ে গ্রামের দিকে লাইনচ্যুত হয়। ১৫টি ওয়াগনের মধ্যে ৭টি খাদে পড়ে যায়। কিন্তু, দুর্ঘটনায় পতিত হওয়ার সময় সেটিতে গোপনে কয়েক শতাধিক যাত্রী ভ্রমণ করছিলেন। এতে হতাহতের সংখ্যা বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে এখনও কিছু মরদেহ থাকতে পারে।

উল্লেখ্য, কঙ্গোতে প্রায় সময় ট্রেন দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহনসহ লাইনে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটছে। গত অক্টোবরে একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।