কদমতলী ফ্লাইওভারে সিএনজি টেম্পু উল্টে নিহত ১, আহত ৬

চট্টগ্রাম নগরীর কতোয়ালী থানাধীন কদমতলী ফ্লাইওভারের উপরে সিএনজি টেম্পু উল্টে গিয়ে এক যাত্রী নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আহতদের কেউ পায়ে, কেউ হাতে আবার কেউ মাথায় আঘাত পেয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন-আজাদ হোসেন রাজু (২৪), সুমি নাথ (২৯), অজিত নাথ (৪০), রিয়াজ (৩০), লিটন পাল (৩৬) ও সিরাজুল(৫৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হালিশহর থেকে নিউ মার্কেটগামী গাড়িটি কদমতলী ফ্লাইওভারে কদমতলী মোড়ের অংশে উল্টে যায়। সেখানে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম ও পরিচয় জানা যায়নি। আহত ছয়জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন। কয়েকজন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।