করিম বাহিনীর ক্যাডার সাহাব উদ্দীন অস্ত্রসহ র‌্যাবের কব্জায়

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় সন্ত্রাসী আব্দুল করিমের বাহিনীর স্বশস্ত্র সন্ত্রাসী সাহাব উদ্দীনকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন-র‌্যাব। এসময় তার কাছ থেকে তিনটি ওয়ানশুটারগান, আট রাউন্ড কার্তুজ ও কয়েকটি কিরিচ উদ্ধার করা হয়।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে সাহাব উদ্দীনকে বাঁশখালী থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

সাহাব উদ্দীন বাঁশখালীর সরল ইউনিয়নের মৃত সামসু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব হাটহাজারী কোম্পনী কমান্ডার ও পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর হালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দীনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদে সে তার কাছে রক্ষিত অস্ত্রের সন্ধান দেয়। পরে আমরা অস্ত্র উদ্ধার করেছি।

তিনি আরও জানান, আটকের পর সাহাব উদ্দীন দীর্ঘদিন অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। বাঁশখালীর চিহ্নিত সন্ত্রাসী আব্দুল করিমের সহযোগী হিসেবে সাহাব উদ্দীন কাজ করতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।