কর্ণফুলীতে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীতে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে তাপস দে ও আবু তাহের নামে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুন) বিকেলে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিনীর হাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।

তিনি বলেন, ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু দোকানের মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা এবং সর্তক করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।