কর্ণফুলীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

চট্টগ্রামের কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।

বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমজাত হোসেন, সৈয়দ হোসেন, মঈনুদ্দিন খান, নাসির উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফারুক চৌধুরী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে।

কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর বই স্থান পেয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।