কাপ্তাইয়ে চাঁদা না পেয়ে অটোরিকশা পুড়িয়ে দিলো সন্ত্রাসীরা

চট্টগ্রামের রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে চাঁদা না পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় ওই সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের দুই নম্বর আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, অটোরিকশাটি যাত্রী নিয়ে যাওয়ার সময় কাপ্তাই সড়কের কাছাকাছি পৌঁছালে একদল সন্ত্রাসী পথ আটকে তাদের নামিয়ে দিতয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, একদল সন্ত্রাসী এ পথে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে তারা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে। বিকেলে আমরা প্রশাসনের সঙ্গে বসবো।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার জন্য এমন কর্মকাণ্ড ঘটাতে পারে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।