কালুরঘাট বেতার কেন্দ্রে হবে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ

স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতিস্তম্ভ নির্মাণের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।

সভায় অংশগ্রহণ করেন কমিটির সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, রাজিউদ্দিন আহমেদ এবং ওয়ারেসাত হোসেন বেলাল।

সভায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নিমার্ণ, বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা সম্বলিত বুকলেট ছাপানো এবং বিশেষায়িত হাসপাতালসমূহে চিকিৎসা সেবা প্রদান সম্পর্কে আলোচনা হয়। দখলদারদের নিকট হতে উদ্ধারকৃত কাকরাইলস্থ ভূমিতে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মপারিকল্পনা তৈরির জন্যেও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন

মন্তব্য নেওয়া বন্ধ।