কালুরঘাট সেতুতে অতিরিক্ত মালবোঝাই ট্রাক আটকে দীর্ঘ যানজট

কালুরঘাট সেতুর হাইড ব্যারিয়ারে অতিরিক্ত মালবোঝাই ট্রাক আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় আটকা পড়ে দোহাজারীমুখী একটি ট্রেনও।

মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে ঘরে ফেরা হাজারো কর্মজীবীকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের দিক থেকে ছেড়ে আসা অধিক পণ্যবাহী একটি ট্রাক সেতুর মাঝ বরাবর এসে হঠাৎ হাইড ব্যারিয়ারের সাথে আটকে যায়। সাথে-সাথেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে করে সেতুর দুই পাড়ে আটকা পড়ে শত শত গাড়ি।

ক্রমান্বয়ে দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে যানজট। পরে ট্রাকটির অতিরিক্ত মালামাল সরিয়ে প্রায় দেড়ঘণ্টা পর যানচলাচলের ব্যবস্থা করা হলেও রাত ১১টা নাগাদ তা স্বাভাবিক হতে পারেনি। ততক্ষণে আটকে থাকে ট্রেনটিও।

ব্রীজের টোল অফিসে দায়িত্বরত জাহাঙ্গীর আলম নামের এক কর্মচারী বলেন, কিছু সময় পর সেতুটি স্বাভাবিক করে দেয়া হয়। তবে উৎসুক জনতার জটলার কারণে কিছুটা বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।