কাস্টমসের নথির বস্তায় ইয়াবা-ফেনসিডিল !

চট্টগ্রাম কাস্টম হাউস লং রুমের পাশে বারান্দায় থাকা পুরাতন নথিপত্রের বস্তা থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে কাস্টমসের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। কারা এই মাদক পুরাতন নথিপত্রের বস্তায় ঢুকালো সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। তবে মাদক উদ্ধারের পর কাস্টমে সকলের মাঝে উৎকণ্ঠার ছাপ ছিলো।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপরের দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বোতল ফেন্সিডিল বোতল ও ১৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুপুরের পর থেকে কাস্টম হাউসে উদ্ধার হওয়া এই মাদক সকলের মূল আলোচনা ছিল। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‍(ওসি) জাহেদুল কবির বলেন,পুরাতন নথিপত্র বস্তায় অভিযান চালিয়ে দুই বোতল ফেন্সিডিল বোতল ও ১৫৮ পিস ইয়াবা উদ্ধার করে কাস্টমসের নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় কোন মামলা হয়নি বলে ওসি জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।