কৈবল্যধাম হাউজিং পাচ্ছে ওয়াসার আরও একটি গভীর নলকূপ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার কৈবল্যধাম হাউজিং-এ পানি সংকটের সমাধানে নতুন করে আরও একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কৈবল্যধাম হাউজিং-এ আগের স্থাপন করা ৬ টি নলকূপ থেকে পর্যাপ্ত পানির সংকুলান না হওয়ায় এ উদ্যোগ নেয় ওয়াসা।

সোমবার (১০ এপ্রিল) নলকূপ বসানোর ব্যাপারে দরপত্র খোলা হয়েছে। শীঘ্রই দরপত্র যাচাই-বাছাই করে নলকূপটি স্থাপনের কাজ শুরু হবে বলে জানায় ওয়াসা।

এবিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে। নলকূপটি স্থাপনের জন্য উন্মুক্ত দরপত্র আহবান করেছিলো চট্টগ্রাম ওয়াসা। অনেক দরপত্র জমা হলে সোমবার দরপত্র খোলা হয়। এখন দরপত্র যাচাই-বাছাই চলছে।

তিনি আরও বলেন, কৈবল্যধাম হাউজিং এ পানি সংকট ছিলো। আগের ৬টি গভীর নলকূপের সাথে এটি যুক্ত হলে নতুন নলকূপটি থেকে দৈনিক প্রায় ২৪ লিটার পানি উত্তোলন করা যাবে। এতে ওই আবাসিকের পানির ঘাটতি পূরণ হবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।