ক্যান্সার আক্রান্তরা পেলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি আর্থিক সহায়তা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুই ইউনিয়নে ক্যান্সারে আক্রান্ত দুই ব্যক্তির পরিবারকে নগর আর্থিক সহায়তা দিয়েছে রেমিটেন্স যোদ্ধাদের অন্যতম সংগঠন ‘প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই সংযুক্ত আরব আমিরাত’।

আর্থিক সহায়তা প্রাপ্ত ব্যক্তিদ্বয় হলেন, ২ নম্বর হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর মহত্তর পাড়ার মোহাম্মদ মিজানুর রহমান ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার মোহাম্মদ আবু বক্করের সহধর্মীনি। বর্তমানে মিজানুর রহমান ভারতের চেন্নাই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্যজন চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাবেন।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে তাদের পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ২নং হোছনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান দানু মিয়া, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিচ আজগর, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি কোরবান আলী, সহ-সভাপতি মমতাজ উদ্দীন রাশেদ, মোহাম্মদ আজিম, মোহম্মদ হারুন মেম্বার, সভাপতি ফরিদুল আলম, মো. আবু বক্কর, মোহাম্মদ ফিরোজ প্রমুখ।

প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির পক্ষ থেকে আরও যারা সহযোগিতা করেছেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি ও রেজায়ে মোস্তফা পরিষদের সভাপতি কোরবান আলী। মো. জসিম উদ্দিন (আর কে), আমজাদ হোসেন রুবেল, মো. হানিফ রাজু, মো. ওমর ফারুক তালুকদার, মো. আব্দুর রহিম বাবুল, মো. মমতাজ উদ্দিন রাশেদ, এমদাদুল হক মিলন, মো. আজাদ, মো. সাজ্জাদ হোসেন খোকন, মো. আব্দুল্লাহ, মো. ইসমাইল হোসেন রুবেল, মো. শাহাদাত হোসেন সাজ্জাদ, মো. নুরুল আমিন, মৌলানা গোলামুন্নবী নঈমী, মো. ইলিয়াছ, মো. ইসমাইল ওমান, মাসুদ করিম সুমন, মো. আলমগীর, মো. হামিদুর রহমান (বোয়ালখালি)।

মন্তব্য নেওয়া বন্ধ।