‘খুনি আবির’র ডায়েরি—আমার দরকার টাকা পয়সার, স্বপ্ন আমার বড়লোক হওয়ার

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় শিশু আলিনা ইসলাম আয়াত হত্যায় গ্রেপ্তার হওয়া আবির আলীর রিমান্ড চলছে। দুই দিন রিমান্ডের জিজ্ঞাসাবাদে (রোববার/২৭ নভেম্বর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই তাকে নিয়ে পতেঙ্গা সাগরপাড় ও আশপাশে অভিযান চালিয়েছে। কিন্তু লাশ কিংবা লাশের খণ্ডিতাংশ কোনো কিছুই মেলেনি। তবে তার বাসা থেকে পিবিআই একটি ডায়েরি জব্দ করেছে বলে জানিয়েছে।

ডায়েরিতে প্রেম-বিরহ, নারী বিদ্বেষ, বড়লোক হওয়ার উচ্চাকাঙ্ক্ষা, কোরিয়ান সংগীত দল বিটিএস প্রেমি মেয়ের নিয়ে কটাক্ষ করে নানান লেখা রয়েছে। তবে পুলিশ বলছে ওই লিখা তার হাতের কিনা তা মিলিয়ে দেখা হচ্ছে।

ডায়রিতে যা রয়েছে
বড়লোক হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে লিখা রয়েছে-
‘আমার দরকার টাকা পয়সার। স্বপ্ন আমার বড়লোক হওয়ার। যে মেয়েগুলো বিটিএস লাভার, আমি শিউর এগুলোর ইচ্ছে নেই মা হওয়ার।’

আরেকটি পাতায় লিখা আছে-
‘ভালো করে লক্ষ্য করে দেখ, কে তোমাকে ভালোবাসে? কেউ না, সবাই শুধু দেখানো ভালোবাসা দেখায়। আর মন থেকে অন্য কাউকে ভালোবাসে। সব মিথ্যা।’

‘হে আমি মিম! আমি পারি না কোন ডিম। সারাদিন মুখে রাখি ক্রিম। আমারে উল্টাপাল্টা কিছু কইলে মুখে ছুইড়া দিমু ডিম।’

তিনটি পৃষ্ঠাজুড়ে রয়েছে একটি গান-
মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলে কইবো লবণ কম হইছে।
আশা দিব সব দিব তোমায়, আরো মিষ্টি কথা। তোমারে বুঝাইবো করে তোমার কত যে মমতা।
ও সুযোগ মতো মাঝ ধরিয়ায় নাও ডুবাইও। ওরে সুযোগ মতো মাঝ ধরিয়ে তোমার নাও ডুবাইবো।মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা দিলে কইবো লবণ কম হইছে।

‘Broken boy ITZ Abir, I hate love I hate girl’

Important line শিরোনামে লিখা-
‘মনে রাখবা পৃথিবীতে কেউ কারো না। যখন বুঝতে শিখবে তখন একা থাকতে শিখবা। এই দুনিয়ায় সবাই স্বার্থপর, কেউ কারো না। আপন বলতে কেউ কারো না। শত অবহেলার মাঝে দেখবা তুমি একা। দিনশেষে তুমি বড্ড ক্লান্ত। কেউ নেই তোমার, তুমি কারো না সত্যিটা হলো তুমি একা।’

প্রসঙ্গত, ১৫ নভেম্বর শিশু আয়াত নিখোঁজ হয়। নিখোঁজের দশ দিন পর ২৫ নভেম্বর আগের রাতে গ্রেপ্তার হওয়া আবির পিবিআইয়ের কাছে শিশু আয়াতকে হত্যার বিষয়টি স্বীকার করে। আবির শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়ার কথা জানায় পিবিআইকে।
আবিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে দশ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্বজনদের চাওয়া, শিশু আয়াতের মরদেহ অথবা ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়া যেকোনো অঙ্গ হলেও তারা সান্তনা পাবেন।

আরও পড়ুন:
শিশু আয়াত হত্যায় দুই দিনের রিমান্ডে আবির
শিশু আয়াতকে হত্যার পর ৬ টুকরো করে মরদেহ পানিতে ফেলে দেয় খুনী আবির

মন্তব্য নেওয়া বন্ধ।