গাঁজা পাচারের অভিযোগে ট্রেন পরিচালক গ্রেপ্তার

ডিবি পরিচয়ে চট্টগ্রাম রেল স্টেশন থেকে নিয়ে যাওয়া ট্রেন পরিচালক ইমরুল কায়েসকে (৩৬) গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাকে রেল স্টেশন থেকে সাদা পোশাকে পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে গাঁজা পাচারের বিষয়টি নিশ্চিত হয়ে মামলা দায়ের করে তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করে।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন বলেন, গাঁজা পাচারের অভিযোগে ইমরুল কায়েসকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা থেকে আসা মো. সোহেল নামে এক ব্যক্তিকে দুই কেজি গাঁজাসহ আমরা আটক করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রেন পরিচালক ইমরুল কায়েসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ইমরুল কায়েস কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা ক্রয় করে বন্দরনগরীতে বেশি দামে বিক্রি করতেন। দীর্ঘদিন যাবত ট্রেন চালানোর আড়ালে গাঁজা পাচার করতেন।

মন্তব্য নেওয়া বন্ধ।