ঘুমধুম সীমান্তে মিয়ানমারের মর্টারশেল হামলা-নিহত ১, আহত ৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজলায় ঘুমধুম ইউনিয়ন সীমান্তে আবারও মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমার। জিরোপয়েন্ট এলাকায় পরপর পাঁচবার মর্টার হামলায় ইকবাল হোসেন (১৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। একই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারের পূর্বপার্শ্বে জিরোপয়েন্টে রোহিঙ্গা ক্যাম্পে মর্টারশেল হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করেন তুমব্রু মৌজার হেডম্যান চাইন সা প্রু। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহত রোহিঙ্গা শরনার্থী মোঃ ইকবাল হোসেন জিরোপয়েন্ট রোহিঙ্গা ক্যাম্পের মোঃ মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন রাত সাড়ে ৮টা থেকে মুহুর্মুহু বোমার আওয়াজে অনেক এলাকাবাসী আতঙ্কিত হয়ে ঘরবাড়ী ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। এসময় পাঁচটি মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমার। যার তিনটি পড়েছে নোম্যান্স ল্যান্ডে, দুটি পড়েছে জিরোপয়েন্ট রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে রোহিঙ্গা শরনার্থী মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থলে নিহত হন ও শিশুসহ আহত পাঁচজনকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঘুনধুম ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মেম্বার বাবুল চাকমা।

এর আগে একই দিন দুপুরে স্থলমাইন বিস্ফোরণে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যার পা উড়ে যায়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাত ১২টা পর্যন্ত দায়িত্বশীল প্রশাসনের সাথে যোগাযোগ করেও কারোর বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।