চকবাজারে চোরাই বাইক কক্সবাজারে উদ্ধার, দারোয়ান গ্রেফতার

চকবাজারে এক সংবাদকর্মীর চোরাইকৃত মোটরসাইকেল কক্সবাজার জেলার রামু থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

চুরি হওয়া মোটরসাইকেলটি সাগর চক্রবর্তী (২৫) নামের এক সংবাদকর্মীর। তিনি চকবাজার থানাধীন ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার এস এ ভবনের ভাড়া বাসায় বসবাস করেন।

গত ৪ মে ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার ভাড়া বাসার নীচের পার্কিং থেকে তার এইচ পাওয়ার ব্রান্ডের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।

পরে এ বিষয়ে তিনি চকবাজার থানায় এজাহার দায়ের করলে তদন্তকারী অফিসার চকবাজার এসআই আবু জাহের মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসার পার্কিংয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসার দারোয়ান নুরুল হুদা (১৮) বাদীর শখের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে।
দীর্ঘ দেড় মাসের চেষ্টার পর এসআই আবু জাহের মোল্লা অভিযুক্ত দারোয়ান ও অভিযুক্তের মাধ্যমে চোরাইকৃত মোটরসাইকেলের অবস্থান সনাক্ত করতে সক্ষম হন।

অবশেষে কক্সবাজার জেলার রামু থানা এলাকায় ৪৮ ঘন্টার একটানা অভিযানে ঘটনায় জড়িত অভিযুক্ত নুরুল হুদাকে ও তার দেখানো মতে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়। অভিযুক্তকে আদালতে সোর্পদ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।