চকরিয়ায় ব্যবসায়ী লতিফ হত্যায় সন্দেহভাজন নয়ন আটক

চকরিয়ায় ঘর থেকে ফোন করে ডেকে নিয়ে ব্যবসায়ী আব্দুল লতিফকে (৩৬) হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি।

ওসি চকরিয়া বলেন, ৩ জানুয়ারি ব্যবসায়ী আবদুল লতিফকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ঘটনার পর ঊর্ধ্বতন স্যারদের সাথে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটির তদন্ত চলছে।

তিনি আরও বলেন, নিহত আব্দুল লতিফের স্ত্রীর মামলার প্রেক্ষিতে সন্দেহভাজন নয়ন (৩৫) নামে একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করছি।

জানা গেছে, ৩ জানুয়ারি রাতে চকরিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল লতিফকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেন। লতিফ লোহাগাড়া নিবাসী এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে।

তার স্বজনরা জানান, আব্দুল লতিফ এলাকার মানুষের কাছে সৎ ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন। তার হত্যাকাণ্ডের ঘটনায় চকরিয়াতে বিশাল মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

মন্তব্য নেওয়া বন্ধ।