চট্টগ্রামজুড়ে বই উৎসব, ডিসিকে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা

‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই স্লোগানে সারা দেশের মতো চট্টগ্রাম নগর এবং জেলার স্কুলগুলোতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব। রোববার বছরের প্রথম দিনেই চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সীতাকুণ্ড গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

সরকারের পদক্ষেপের কারণে বিগত কয়েক বছর শিক্ষার্থীরা ১ জানুয়ারি নতুন বই পাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ১ জানুয়ারি সকালে সীতাকুণ্ড উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বছরের প্রথম দিনেই আমরা তোমাদের হাতে নতুন বই তুলে দিতে পারছি আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এটি। লেখাপড়া শিখে তোমরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। মানুষের মতো মানুষ হবে।

চট্টগ্রামজুড়ে বই উৎসব, ডিসিকে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা 1

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে শিক্ষা ক্ষেত্রে এক আমূল পরিবর্তন এনেছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পাওয়ায় শিক্ষা ক্ষেত্রেও এগিয়ে যাবে কোমলমতি শিক্ষার্থীরা।

বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমসহ প্রমুখ।

এদিকে নগরীর কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর স্কুল, মুসলিম স্কুল, গভ. হাইসহ সরকারি-বেসরকারি সব স্কুলেই বই উৎসব পালন করা হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল লক্ষ্যনীয়।

মন্তব্য নেওয়া বন্ধ।