চট্টগ্রামের ৪ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো বিএসবি ফাউন্ডেশন

‘আমি চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। এতদিন শহরের এক কোণে পড়ে ছিলাম। বিএসবি ক্যামব্রিয়ান ফাউন্ডেশন আমাদের সংবর্ধিত করলো। বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্নও বুনে দিলো আমাদের মন-মগজে। এটি আমাদের চিন্তারও বাইরে ছিল। এএখন মনে হচ্ছে আমরাও উচ্চ শিক্ষা অর্জনে পৃথিবীর বড় প্রতিষ্ঠানে যেতে পারবো।’

বুধবার (৭ ডিসেম্বর) চট্টগ্রামের হালিশহরের বড়পুলস্থ সিটি হল কনভেনশন সেন্টারে বিএসবি ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনায় নিজের অনুভূতি প্রকাশ করলেন সদ্য এসএসসি পাস করা মাহি। একই সুর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাস করা বাদল বড়ুয়া, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সাদিয়া, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাতসহ আগত শিক্ষার্থীদের।

চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সংবর্ধনা অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। এতে এসএসিতে উত্তীর্ণদের সংবর্ধনার পাশাপাশি দেওয়া হয় ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ। সেইসাথে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার চট্টগ্রাম খবরকে বলেন, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশা আমরা ক্যারিয়ার বিষয়ক পরামর্শের আয়োজন করেছি। শিক্ষার্থীদের অভিভাবকগণ তাদের সন্তানের নিরাপদ, নিশ্চিত ভবিষ্যত গড়তে গাইড লাইন পেয়েছেন। অনেকেই বিদেশে উচ্চ শিক্ষার আগ্রহ দেখিয়েছেন। আমরা অতীতের মতো আগামী দিনেও শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে সহযোগিতা করবো।

চট্টগ্রামের ৪ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো বিএসবি ফাউন্ডেশন 1

কামরুল হাবিব নামের এক অভিভাবক বলেন, এসএসসিতে ভালো ফলাফলের পাশাপাশি ভালো কলেজে ভর্তিরও একটা টেনশন থাকে। অতীতের ফলাফল, শিক্ষার পরিবেশ বিবেচনায় ক্যামব্রিয়ান কলেজ একটা আস্থার জায়গা তৈরি করেছে। পাশাপাশি এই সংবর্ধনায় বিদেশে উচ্চ শিক্ষার স্কলারশিপের ঘোষণা দেওয়া হয়েছে। এই আয়োজন এক কথায় অনন্য। আমরা বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়ের নিকট কৃতজ্ঞ।

সালমা জাহান নামে এক অভিভাবক বলেন, বিগত তিনটি বছর করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাসহ নানা কারণে আমাদের ছেলে-মেয়েরা পিছিয়ে গেছে। বিএসবি আজকের সংবর্ধনায় আমরা অনেক দিকনির্দেশনা পেয়েছি। এতে আমাদের সন্তানদের নিয়ে উদ্বেগ অনেক কমবে।

চট্টগ্রামের ৪ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো বিএসবি ফাউন্ডেশন 2

প্রসঙ্গত, বর্তমানে দেশের পাঁচটি শিক্ষা বোর্ডের অধীন ১৩টি ক্যাম্পাসে ক্যামব্রিয়ান কলেজের পাঠদান অব্যাহত আছে। ২০১৪ সালে চট্টগ্রামে ক্যামব্রিয়ারে পথ চলা শুরু। রাজধানী ঢাকার মতো চট্টগ্রামের হালিশহরেও রয়েছে ক্যামব্রিয়ানের ডিজিটাল ক্যাম্পাস। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ক্যামব্রিয়ান কলেজ ফলাফলের দিক থেকে এই বোর্ডের অন্যতম শীর্ষ কলেজ।

আরও পড়ুন:
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই– লায়ন এম.কে বাশার
STEM প্রোগ্রামে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সুবর্ণ সুযোগ
বৈশ্বিক চাকুরি বাজারকে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে: লায়ন এম কে বাশার
আমেরিকায় উচ্চ শিক্ষা- শিক্ষার্থীদের পাশে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক

মন্তব্য নেওয়া বন্ধ।