চট্টগ্রামে আরও ১৬ জনের করোনা

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও পটিয়ায় একজন করে করোনা শনাক্ত হয়েছে। অপর ১৪ জনই নগরের বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

রোববার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। অ্যান্টিজেনসহ ১১টি ল্যাবে এক হাজার নয় জনের নমূনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুইজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে একজন, শেভরন হাসপাতাল ল্যাবে সাতজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন এবং ল্যাব এইড হাসপাতাল ল্যাবে করা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৫৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২৮৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৭৩ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৩২ জন। তন্মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মন্তব্য নেওয়া বন্ধ।