চট্টগ্রামে আরও ১৮৮ জনের করোনা

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৬ দশমিক ৩১ শতাংশ। এদিনও চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১৩৯ জন নগরের ও ৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৫০২ জন। এর মধ্যে নগর এলাকায় ৯১ হাজার ২৪৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৫৬ জন।

এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা নিয়ন্ত্রণ সম্ভব। সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

মন্তব্য নেওয়া বন্ধ।