চট্টগ্রামে আরও ৩৫২ জনের করোনা— শনাক্তের হার ১১. ৩৩%

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে তিন হাজার ১০৫ জনের নমূনা পরীক্ষা করে ৩৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসেবে ১১ দশমিক ৩৩ শতাংশ। এদিন করোনায় চট্টগ্রামে কেউ মারা যাননি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ২৪৫ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ১০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৪ হাজার ৩২৫ জন। আক্রান্তদের মধ্যে ৯০ হাজার ৫০০ জন নগরের বাসিন্দা, ৩৩ হাজার ৮২৫ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬০ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।