চট্টগ্রামে আরও ৫৩০ জনের করোনা, শনাক্তের হার ১২ শতাংশ

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে চার হাজার ১২৫ জনের নমূনা পরীক্ষা করে ৫৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসেবে ১২ দশমিক ৮৪ শতাংশ। এদিনও করোনায় চট্টগ্রামে কেউ মারা যাননি। এনিয়ে পরপর পাঁচদিন করোনায় চট্টগ্রাম মৃত্যুশূন্য থাকায় অনেকটা স্বস্তি মিলেছে। ফেব্রুয়ারির প্রথম দুই দিনে চার জনা মারা গিয়েছিলেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ৩৩২ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ১৯৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৩ হাজার ৫৭৬ জন। আক্রান্তদের মধ্যে ৮৯ হাজার ৯৯২ জন নগরের বাসিন্দা, ৩৩ হাজার ৫৮৪ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৯ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।