চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৬

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ৫ দশমিক ৫১ শতাংশ।

জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ছয় ল্যাবে গতকাল চট্টগ্রামের ৫১ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৬ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্ত সকলেই শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৯ হাজার ৪২১ জন।

সংক্রমিতদের মধ্যে ৯৪ হাজার ৩৭০ জন শহরের ও ৩৫ হাজার ৫১ জন গ্রামের বাসিন্দা। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১২ নমুনা পরীক্ষা করে শহরের ৩ টিতে ভাইরাস পাওয়া যায়। নগরীর বেসরকারি ল্যাবরেটরির মধ্যে মেট্রোপলিটন হাসপাতালে ১৪ জন নমুনা জমা দিলে পরীক্ষায় ৩ জন আক্রান্ত বলে জানানো হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।