চট্টগ্রামে শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

চট্টগ্রামে শিশুদের ফাইজারের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৪ লাখ শিশু পাবে এই করোনা টিকা।

বুধবার (২৪ আগস্ট) সকালে নগরীর সরকারি মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

চসিক সূত্রে জানা গেছে, নগরীর প্রতিটি স্কুলে গিয়ে টিকা প্রয়োগ করা হবে। টিকা প্রয়োগে অংশ নিবেন সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ১৬৪টি টিম। কিন্ডারগার্ডেন, ফোরকানিয়া মাদ্রাসা, এতিমখানার শিশুদের দেয়া হবে এসব টিকা।

টিকাদান কার্যক্রমের উদ্বোধনে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শীতার কারণে বাংলাদেশ করোনা মোকাবিলায় অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে ছিল। বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই ভূমিকার প্রশংসা করেছেন।

তিনি বলেন, সকল শিশু যাতে টিকার আওতায় আসে সে দিকে খেয়াল রাখতে হবে। জন্ম নিবন্ধনের বাধ্যবধকতার কারণে কোন শিশু যাতে বাদ না পড়ে সে বিষয়ে কাউন্সিলররা সহযোগিতা করবেন।

চসিক স্বাস্থ্য ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছিম ভূঁইয়া, ডা. ইমাম হোসেন রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন বড়ুয়া, অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।