চট্টগ্রামে করোনা শনাক্তে বড় ধাক্কা, এক দিনেই ৫৫০

করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধ জারির তিন দিনের মাথা চট্টগ্রামে করোনা শনাক্তে বড় ধাক্কা এলো। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হলো ৫৫০ জনের শরীরে। তাদের মধ্যে ৩৬২ জন নগরের বাসিন্দা। বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৮৮ জন। তবে করোনায় এ দিন কেউ মারা যাননি।

রোববার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিন ১০টি ল্যাবে অ্যান্টিজেনসহ এক হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৯৭ জন, চমেক ল্যাবে ৩৪ জন, শেভরন ল্যাবে ৫৯ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩২ জন, ল্যাব এইড ল্যাবে ৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৫ জন এবং শাহ আমানত বিমানবন্দর ল্যাবে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া ২৫০ জনের অ্যান্টিজেন টেস্টে ২৩৮ জনেরই করোনা শনাক্ত হয়েছে। তন্মেধ্যে ১৩৬ জন শহরের এবং ১০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৪ হাজার ৯৭৭ জন। আক্রান্তদের মধ্যে ৭৬ হাজার ১৯৪ জন নগরের বাসিন্দা, ২৮ হাজার ৭৮৩ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৩৫ জনের। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৩ জানুয়ারি থেকে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। শনিবার থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্বাস্থ্যবিধি তদারকি করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২ জনকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।