চট্টগ্রামে জুলি হত্যা—ভাগিনা রাসেলের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীতে আলোচিত জুলি আক্তার (২২) হত্যার ঘটনায় তার মামাতো বোনের ছেলে রাসেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর এক ধারায় রাসেলকে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালত এ রায় দেন।

রাসেল সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের ফরেস্ট অফিস বৈদ্যপাড়া গ্রামের মাহাব্বত আলীর ছেলে। তবে রায়ের সময় আদালতে রাসেল উপস্থিত ছিলেন না।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৩ মার্চ রাসেল বেড়াতে আসেন জুলিদের বাসায়। কোনো একটা বিষয় নিয়ে জুলি ও রাসেলের মধ্যে কথা-কাটাকাটি, তর্ক -বিতর্ক ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রাসেল জুলিকে ছুরিকাঘাত করেন। অন্যদিকে জুলিও ছুরি কেড়ে নিয়ে রাসেলের পেটে ছুরিকাঘাত করেন।

তাদের দুইজনকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাসেল সুস্থ হলেও চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালেই মারা যান জুলি। এ ঘটনার জুলির পরিবার হালিশহর থানায় মো. রাসেলের বিরুদ্ধে একটি হত্যামামলা দায়ের করেন। প্রায় অর্ধযুগ পর জুলি হত্যা মামলায় রাসেলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিলেন আদালত।

মন্তব্য নেওয়া বন্ধ।