চট্টগ্রামে নতুন ২৫ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৭.৯৮ শতাংশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ১১ জন নগরের এবং ১৪ জন উপজেলার বাসিন্দা। এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারার ৩ জন, বোয়ালখালীর ১ জন, রাউজানের ২ জন, হাটহাজারীর ৪ জন ও মীরসরাইয়ের বাসিন্দা ৪ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৯৪ হাজার ১১ জন এবং ৩৪ হাজার ৯৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

মন্তব্য নেওয়া বন্ধ।