চট্টগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী প্রতীক দত্তকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হুমকিদাতাকে প্রাথমিকভাবে শনাক্ত করা না গেলেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১ জুন) সকালে প্রতীক দত্তের সেলফোনে দুটি নম্বর থেকে কল করে এ হুমকি দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতীক দত্ত বিগত দিনে বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। এ সব অভিযানে মাঝে মাঝে বাধার সম্মুখীনও হতে হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের মোবাইল নম্বরে সকাল ৮টা ৪৬ মিনিটে +৫৭২৫৮২৪৭৮ নম্বর থেকে একটি কল আসে।

কল রিসিভ করার পর ম্যাজিস্ট্রেটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং গলা কেটে জবাই করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর ৮টা ৪৮ মিনিটে +৮৮০১৯৪২২০৬০৩১ নম্বর থেকে পুনরায় একই ব্যক্তি কল দেন এবং গালিগালাজ শুরু করেন। ম্যাজিস্ট্রেট কথা না বলায় তিনি ১৯ সেকেন্ড পর কলটি কেটে দেন।

এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, হুমকি দেওয়ার বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

মন্তব্য নেওয়া বন্ধ।