চট্টগ্রামে নির্মাাণাধীন ভবনে এডিসের উৎস, ৫ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে ৫ জনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সময় এডিস মশা প্রতিরোধে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসধারণকে সচেতন করা হয়।

রবিবার ( ২৭ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ( চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অভিযানকালে একটি নির্মাণাধীন ভবনের নীচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায়, জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং এবং নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।