চট্টগ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামের একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ঘটনার পরপর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম খবরকে বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো হবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ঘটনার পর ৬টি লাশ উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানাবো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মো. ফজলে রাব্বী জানান, ৪টা ৪০ মিনিটে সীমা অক্সিজেন প্ল্যান্টে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সঙ্গেসঙ্গে আমাদের দুটি গাড়ি ঘটনাস্থলে গেছে। অপরদিকে কুমিরা ইউনিটও ঘটনাস্থলে পৌঁছায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ড কদমরসুল এলাকার সীমা অক্সিজেন ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে এখনও পর্যন্ত ১৭ জন ভর্তি হয়েছে।
আহতদের চমেকের ক্যাজুলয়াটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত মোঃ নূর হোসেন (৩০), মোঃ আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মোঃ ফোরকান দাদা (৩৫), শাহরিয়ার (২৬), মোঃ জাহিদ হাসান (২৬), শামসুল আলমসহ (৫০) মোট ১৭ জন চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।