চট্টগ্রামে ১০ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৯ জনের নমূনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসেবে শূন্য দশমিক  ৯৯ শতাংশ। এদিন করোনায় চট্টগ্রামে কেউ মারা যাননি।

মঙ্গলবার (৮ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ৮ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর দুইজনের মধ্যে একজন হাটহাজারীর এবং অন্যজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৫৬৫ জন। আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৪৬ জন এবং ৩৪ হাজার ৫১৯ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

বিশেষজ্ঞদের অভিমত হলো— শনাক্তের হার ৫ শতাংশের কম হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বলা যাবে। আর তা যদি ১ শতাংশের কম হয় তবে করোনামুক্ত বলা যাবে।

তবে শনাক্তের হার ওঠা নামা করায় এখনই চট্টগ্রামকে করোনা মুক্ত বলা না গেলেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বলা চলে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।