চট্টগ্রামে ১০ সোনা চোরাকারবারির বিচার শুরু

চট্টগ্রাম নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে ১০০ সোনার বার জব্দের মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জগঠন গঠনের আদশে দিয়েছেন আদালত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দিয়েছেন বলে জানান মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী।

অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, চার্জগঠনের মাধ্যমে ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আগামী ২৭ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

২০১৯ সালের ৩ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে সিআরবি সাত রাস্তার মোড়ে একটি প্রাইভেটকার থেকে ১০০ পিস সোনার বার উদ্ধার করেছি নগর গোয়েন্দা পুলিশ।

সেই ঘটনায় ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তৎকালীন ডিসি ডিবি এসএম মোস্তাইন হোসাইন বলেছিলেন, প্রাইভেট কারে সোনা পাচারের তথ্য ছিল। পুলিশ প্রাইভেটকারটিকে থানার সংকেত দিলে গাড়ীতে থাকা প্রণব কুমার সাহা ও ড্রাইভার বিল্লাল হোসেন পালানোর চেষ্টা করেন। পুলিশ তাদের আটকের পাশাপাশি একশ পিস সোনার বার জব্দ করেছিল।

নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. ইউসুফ ভুঁইয়া বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম। তিনি একই বছরের ৩০ জুন এজহারভুক্ত দু’জনসহ মোট ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযুক্ত আসামিরা হলেন- পংকজ সাহা চৌধুরী (৪০), আশরাফুল হক প্র রুবেল (৩৭), প্রণয় কুমার সাহা লাবু (৫৯), বিশ্বজিত কুমার সেন প্রকাশ বসু (৩৯), ঘোল চন্দ্র রায় (৩৮) লোকনাথ রায় (৪৮), বিল্লাল হোসেন সর্দার কাদের (২৮),রাসেল (২৫), লোকমান গনি (৪৮) ও আমিনুল হক বাবুল (৫৬)।

মন্তব্য নেওয়া বন্ধ।