চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কনটেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি তেলবাহী কনটেইনার ট্রেন সকাল আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশন অতিক্রম করে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর অংশে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম–সিলেট ও ঢাকা–সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে বগিটি লাইনচ্যুত হয় বলে নিশ্চিত করেন মুকুন্দপুর রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম।

তিনি বলেন, রেললাইনের স্লিপার ভেঙে গেছে। স্লিপার বসানোর পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আখাউড়া রেলজংশন স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। তেলবাহী কনটেইনার ট্রেন উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলজংশন স্টেশনে এবং ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জের শাহজীবাজার এলাকায় আটকে আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।