চট্টগ্রাম থেকে পালাতে গিয়ে ‘মাদক-হিজড়া’ চক্রের হানিফ—ইয়াছিন ধরা

ইয়াবাসহ আটক হওয়ার পর পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আলোচিত হানিফ ও তার ভাই ইয়াছিনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা ইউনিট। তারা চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখি একটি বাসের যাত্রী ছিল।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১২টায় বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান চৌধুরী। তিনি বলেন, হানিফ ও ইয়াছিনকে গোয়েন্দা ইউনিট সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৯ নভেম্বর) রাতে নগরীর কালুরঘাটে ইয়াবাসহ দেলোয়ার ও হানিফ নামের দুই ব্যক্তিকে আটক করার পর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তদের একটি দল তাদের ছিনিয়ে নিয়। আসামি ছিনিয়ে নেওয়ার সময় গোলাগুলি হয়েছে। গোলাগুলিতে আহত হয়ে হানিফের বোন নাজমার মারা যান।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলার আট আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: পাপ্পী-ববির লোকদের ইয়াবাসহ ধরলো পুলিশ, ছিনিয়ে নিলো ‘হিজড়া’ লেলিয়ে

মন্তব্য নেওয়া বন্ধ।