চট্টগ্রাম নগরীতে বাস উল্টে এক রেলকর্মীসহ নিহত ৩

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার এয়ারপোর্ট রোড মেঘনা অয়েলের সামনে বাস উল্টে তিন ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিঠুন কান্তি দে (২৫)। আজিজুল হক বাংলাদেশ রেলওয়ের পয়েন্টস ম‍্যান এবং আসাদুজ্জামান ও মিঠুন উল্টে যাওয়া বাসের যাত্রী ছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম চট্টগ্রাম খবরকে বলেন, তেলের রেল গাড়ি আসার সময় রেল কর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলের পয়েন্টস ম্যানকে চাপা দেয় এবং উল্টে যায়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ইপিজেড এলাকায় দুর্ঘটনার শিকার তিন ব্যক্তিকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ চমেক হাসপাতালের মর্গে আছে।

চট্টগ্রাম নগরীতে বাস উল্টে এক রেলকর্মীসহ নিহত ৩ 1

এই ঘটনায় শুধু তিনজনকে চমেক হাসপাতালে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনায় চমেক হাসপাতালে শুধু তিনজনকেই আনা হয়েছে। ঘটনায় আর কেউ আহত হয়েছেন কিনা সেটি জানা যায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।