চট্টগ্রাম নগরে একদিনেই করোনা শনাক্ত দুই শতাধিক

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হলো ২৬০ জনের শরীরে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ২২৬ জন। অপর ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনায় এ দিন কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এদিন ১৩টি ল্যাবে এক হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ তিন হাজার ৬৩২ জনে। আক্রান্তদের মধ্যে ৭৫ হাজার ৩৫১ জন নগরের বাসিন্দা, ২৮ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৩৫ জনের। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (১০ জানুয়ারি) উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ১১ দফা বিধিনিষেধ জারি করেছে। যা আজ ১৩ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।