চট্টগ্রাম বন্দরের জেটিতে আসবে ২০০ মিটার লম্বা জাহাজ, সার্কুলার জারি

চট্টগ্রাম সমুদ্রবন্দরের জেটিতে ২০০ মিটার লম্বা ও ১০ মিটার ড্রাফটের বড় জাহাজ আনার সার্কুলার জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে শিপিং লাইনগুলো বড় জাহাজে আমদানি-রফতানি পণ্য ও কনটেইনার কম খরচে কম সময়ে পরিবহন করতে পারবে। রোববার (১৯ মার্চ) বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম স্বাক্ষরিত সার্কুলারটি শিপিং সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, এখন থেকে বন্দরের মূল জেটিতে ২০০ মিটার লম্বা ও ১০ মিটার ড্রাফটের জাহাজ কার্গো বা কনটেইনার নিয়ে আসতে পারবে। এ লক্ষ্যে সার্কুলার জারি করা হয়েছে।

জানা গেছে, ১৯৭৫ সালে বন্দরে ১৬০ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানো হতো। ১৯৮০ সালে তা বাড়িয়ে ১৭০ মিটার লম্বা ও ৮ মিটার ড্রাফট করা হয়। ১৯৯০ সালে ১৮০ মিটার লম্বা ও সাড়ে আট মিটার ড্রাফটে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে ১৮৬ মিটার লম্বা ও ৯ দশমিক ২ মিটার ড্রাফট করা হয়। ২০১৪ সালে ১৯০ মিটার লম্বা ও সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানো শুরু হয়। এবার তা বাড়িয়ে ২০০ মিটারে উন্নীত করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।