চন্দনাইশে আগুনে পুড়লো বসতঘরসহ ৪ দোকান

চট্টগ্রামের চন্দনাইশে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘরসহ চার দোকান। রবিবার (২ এপ্রিল) ভোর ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সদর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত হলেন— পৌর সদরে শামসুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন (গ্রিল ওয়ার্কশপ), বাবুল নাথের ছেলে সুজিত নাথ (রিকশা যন্ত্রাংশের দোকান), দুই বসতঘরের মালিক সুবাস চন্দ্রের ছেলে রাহুল রায় ও মৃত ঝন্টু সুশীলের মেয়ে শিখা শীল।

চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে দোকানসহ একটি কাঠের ঘরের ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এতে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।

মন্তব্য নেওয়া বন্ধ।