চবিতে টাকার বিনিময়ে শিবিরের পোস্টার সাঁটাতে গিয়ে আটক ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় ছাত্র শিবিরের পোস্টার সাঁটানোর সময় দুইজনকে আটকে পুলিশে সোপর্দ করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আটককৃতরা টাকার বিনিময়ে পোস্টার সাঁটাচ্ছিলেন বলে জানা গেছে।

এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র রুহুল আমিন ও অপর একজন স্থানীয় এক স্কুলের নবম শ্রেণীর ছাত্র। আটকের পর তাদেরকে হাটহাজারী থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

শনিবার (২ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের পর ফেইসবুক লাইভে তাদের জিজ্ঞাসাবাদ করেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। এসময় আটককৃতরা টাকার বিনিময়ে পোস্টার সাঁটাচ্ছিলেন বলে স্বীকার করেন।

চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল জানান, ‘৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটে রাত তিনটার দিকে শিবিরের পোস্টার লাগাচ্ছিল। আমাদের দুই কর্মী তাদের দেখতে পেলে আমাদের খবর দেয়। আমরা যেতে যেতে অনেকেই পালিয়ে গেলেও আমরা দুইজনকে আটক করতে সক্ষম হই। তাদের আমরা হাটহাজারী পুলিশের নিকট তুলে দিয়েছি।

এ বিষয়ে হাটহাজারী থানার ওসি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, শিবিরের পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের ছেলেরা দুইজনকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।

মন্তব্য নেওয়া বন্ধ।