চবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ মে) চট্টগ্রাম বিভাগ থেকে ঢাবিতে ভর্তিচ্ছুদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৯ হাজার ২৭১ জন। বাকি ৭৫৪ জন অনুপস্থিত ছিলেন। সে হিসেবে ঢাবির ভর্তি পরীক্ষায় চবি উপকেন্দ্রে উপস্থিতির হার ৯২ দশমিক শতাংশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান বলেন, সুষ্ঠু এবং সুন্দরভাবে চবি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা চলে পরীক্ষা। লিখিত এবং বহুনির্বাচনি উভয় পদ্বতিতেই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চবির বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও ব্যাবসায় প্রাশাসন অনুষদে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা ।

মন্তব্য নেওয়া বন্ধ।