চবিতে বাবুর্চিকে মারধরের জেরে সোহরাওয়ার্দী হলের ডাইনিং বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের বাবুর্চিকে মারধরের জেরে অনির্দিষ্টকালের জন্য হলের ডাইনিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে হল কর্মচারীরা।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী হলের ডাইনিং পরিচালক মোহাম্মদ মানিক।

তিনি বলেন, কয়েকজন ছাত্র দীর্ঘদিন ধরে ডায়নিংয়ে খানা খেয়ে বিল না দিয়ে চলে যায়। সর্বশেষ আজকে তারা অন্য এক ডিপার্টমেন্টের র‍্যাগ ডের খাবার থেকে জোর করে প্যাকেট দাবি করে। প্যাকেট না দেওয়ায় এক হাজার টাকা দাবি করে। টাকা না দেয়াতে ওরা বাবুর্চি হাসেমকে বেধড়ক মারধর করে।

তিনি আরো বলেন, এসব ছাত্ররা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভূগছি। আমাদের নিরাপত্তা বিধান না হওয়া পর্যন্ত ডাইনিং চালু করব না।

উল্লেখ্য, আজ দুপুর আড়াইটায় ফাও খাবার না পেয়ে সোহরাওয়ার্দী হলের বাবুর্চি আবুল হাসেমকে মারধর করে তিনজন। এ ঘটনায় জড়িত তিনজনই শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়’র নেতা বলে জানা যায়।

আইএইচ/এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।