চবির কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মে) বেলা ১১ টার দিকে গ্রন্থাগার মিলনায়তনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রান্থগারিক একেএম মাহফুজুল হক।

তিনি চট্টগ্রাম খবরকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সামান্য আগুনের সূত্রপাত হয়েছিল। পরে লাইব্রেরিতে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রন্থাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।