চবির চারুকলা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি প্রায় তিন মাস বন্ধ থাকা ফটক খুলে ভিতরে ঢুকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবী পূরণের আশ্বাস দেন।

শনিবিার (২১ জানুয়ারি) সকালে নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে দশম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সার্কিট হাউসে দুপুর ১টা ৩০ টা থেকে ২টা ৪৫ টা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে চারুকলা ইন্সটিটিউটের ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চারুকলার সংস্কারে সাধ্যমতো প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ক্যাম্পাসে শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ উন্নত করতে শিক্ষামন্ত্রী ও উপ-মন্ত্রী দু’জনেই আশ্বাস দেন।

স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের খেলার মাঠ, মানসম্মত আবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

চবির চারুকলা পরিদর্শনে শিক্ষামন্ত্রী 1

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ ৬০ জন শিক্ষার্থী।

এর আগে, চারকলা ইন্সটিটিউট মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ৮৫তম দিনের আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় তারা দাবিগুলো তুলে ধরে অবস্থান কর্মসূচি ও মিছিল করে।

মন্তব্য নেওয়া বন্ধ।